রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে ৫জন আহত হয়েছে। এর মধ্যে সকালে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়। আহতরা হলেন, যশোর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল কবির শিকদার, ওয়াপদা কারবালা এলাকার জেলা যুবলীগ নেতা রাজিবুল (৪২), একই এলাকার ইসহাকের ছেলে বিপ্লব (২৩) এবং চাচড়া রায়পাড়া এলাকার মুজিবর রহমানের ছেলে ইমান এবং চাঁচড়া রায়পাড়ার আব্দুর রবের ছেলে মামুন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশাঙ্কজনক।
এ ব্যাপারে জেলা যুবলীগের সদস্য রাজিবুল সাংবাদিকদের বলেন, আমরা মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করছিলাম এ সময় কিছু লোক আমাদের উপর হামলা করে, এতে আমিসহ আমাদের মিছিলের কয়েক জন ছুরিকাহত হয়েছে।
এ ব্যাপারে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহি জানিয়েছেন, আমি শুনেছি একজন পকেটমারকে ধরে জনগণ গণধোলাই দিয়েছে।
বিকাল সাড়ে ৪ টার দিকে মামুনকে কে বা কারা ছুরিকাঘাত করে। ঈদগাহ ময়দান থেকে বের হওয়ার সময় তাকে এ ছুরি মারে বলে হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন আহত মামুন।