যশোর অফিস: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা রায় উপলক্ষে যশোরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিএনপির কার্যালয়সহ শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনার সামনে পুলিশ র্যাব, বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান, যশোর জেলায় মোট দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কেবল যশোর শহরে ৭০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছেন।
যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছেন। যারা শহরময় টহল দিচ্ছেন। প্রয়োজন হলে বিজিবি সদস্যরা বিভিন্ন উপজেলাতেও যাবে। প্রতি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য রয়েছেন।
র্যাব যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়া জানান, তিন প্লাটুন র্যাব সদস্য শহরে সতর্ক অবস্থায় রয়েছে। এর বাইওে যশোর র্যাব ক্যাম্পে রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। প্রতি প্লাটুনে জন করে র্যাব সদস্যরা রয়েছেন।
এদিকে যশোর জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রায় ঘোষণার পর পরই তারা গভীর রাত পর্যন্ত অবস্থান করেছে। তবে, তারা কোন মিছিল বা সমাবেশ করেননি বলে জানা গেছে।