যশোর অফিস : যশোর কোতয়ালি মডেল থানা,চাঁচড়া ফাঁড়ি,উপশহর পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসময় ৪ জনকে মাদক বহনের অভিযোগে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত লস্কর মন্ডলের ছেলে ছেলে পিকআপ চালক আমির আহম্মেদ,শহরের আরএনরোড মহল্লা মদিনা অটোএর পিছনের খোকনের ছেলে সজিব হোসেন,শহরের কাজীপাড়া কাঠালতলা ব্রীজের উত্তর পার্শ্বে ঢালে শফির বাড়ির ভাড়াটিয়া সাত্তার গাজীর ছেলে আবু বক্কার ও যশোরের চৌগাছা উপজেলার তেঁতুল বাড়িয়া গ্রামের এলেম মন্ডলের ছেলে মনিরুল ইসলাম।
কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার রাত সাড়ে ৯ টায় শহরের আরএনরোডস্থ ঢাকা ব্যাংকের সামনে থেকে সজিব হোসেনকে ৬০পিস ইয়াবা,চাঁচড়া ফাঁড়ি পুলিশ শনিবার রাত ৮টা ৫০ মিনিটের সময় চাঁচড়া চেকপোষ্ট জনৈক খোরশেদ আলমের চায়ের দোকানের সামনে বেনাপোল থেকে আসা একটি পিকআপ (ঢাকা মেট্টো ড-১৪-৫৮০৭) বেরিকেট দিয়ে থামায়। পরে চালক আমির আহম্মেদকে গ্রেফতার করলে সে স্বীকার করে তার সীটের নীচে ও পিছনে বিশেষ কায়দায় রাখা ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে।উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার শনিবার বিকেল সাড়ে ৫ টায় উপশহর বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে থেকে আবু বক্কারকে ৫২পিস ইয়াব এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একই দিন সন্ধ্যারাত পৌনে ৮ টায় চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটি আমতলা মোড় থেকে মনিরুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এব্যাপারে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।