যশোর অফিস : যশোর বাজার ব্যবসায়িক সমবায় সমিতির এক বছর পূর্তিতে আলোচনা সভা বুধবার রাত ৮টার দিকে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ,একে, এম খয়রাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা অ্যাড. আসাদুজ্জামান, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান কবীর শিপলু , যশোর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ রাশেদ আব্বাস রাজ। বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল বাবু’র পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব, হেদায়েত মোল্যা, দিদার হোসেন লাভলু, এবাদত আলী, কঙ্কর পাল, রাশেদ, স্বপন চন্দ্র প্রমূখ। সভায় সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল বাবু সমিতির এক বছরের রিপোর্ট তুলে ধরেন।