রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে বাসে ধক্কায় শামিম হোসেন (২৫) নামে এক সোনার দোকানি মারা গেছে। শামিম হোসেন যশোর শহরের ঘোপ জেল রোডের শেখ আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান,মঙ্গলবার বিকালে যশোর শংকরপুর বাসটার্মিনাল থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেন্ট্রো-ব-১১-১০৩৬) চাঁচড়া চেকপোষ্ট দিয়ে উল্টো পথে যাচ্ছিল। এসময় বাসটি শামিম হোসেনকে ধাক্কা দেয়। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহতের বাবা শেখ আনোয়ার হোসেন বলেন, আমার একটি সোনার দোকান আছে যশোর কেন্দ্রীয় কারাগারের পাশে। আমার ছেলে শামিম হোসেন আমার ব্যাবসা পরিচালনা করত। আমি খবর শুনেছি বাসে ধাক্কায় শামিম মারা গেছে। হাসপাতালে শামিমকে মৃত অবস্থায় পেয়েছি।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কোতয়ালী থানার এসআই তরুন কুমার বলেন, ঘাতক গড়াই পরিবনের বাসটিকে আটক করেছি।