রবিউল ইসলাম মিটু যশোর : বর্ডারগার্ড বাংলাদেশের সদস্যরা যশোরের বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র বোমা সহ তিন জনকে আটক করেছে। শনিবার দুপুরের এঘটনায় বেনাপোল পোট থানায় মামলার প্র¯‘তি চলছে।
বিজিবি সূত্রে যানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী সদরের নাঃ সুবেঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বেনাপোল ছোট আচড়ার মোড়ে মেহগনি বাগানের মধ্যে অভিযান চালিয়ে ঔই এলাকার ভবেরবেড় গ্রামের শাহজাহানের ছেলে মধু মিয়া (২১), নারায়নপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আবু জায়েদ রনি (২৭),ও গোলাম কবির সরদারের ছেলে এরশাদ আলী, (৩৬)কে আটক করে। এসময় এদের কাছ থেকে ১৪ টি শক্তিশালি ককটেল, ৪ টি রাম দা, ৪ টি কাটা পাইপ ও ১ টি স্টিলের এ্যালকো সকেটসহ প্লাস্টিক পাইপ উদ্ধার করা হয় ।