যশোরে বেকারী শ্রমিক ছুরিকাহত

প্রকাশঃ ২০১৭-১০-১৪ - ২৩:৫৫

যশোর : নারী ঘটিত বিষয় নিয়ে বেকারী শ্রমিক প্রতিপক্ষের ছুরিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ছুরিকাহতের ঘটনাটি শনিবার সকালে যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিসিক এলাকায় ঘটেছে। আহত শ্রমিক বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের নূর আলীর ছেলে তোরাব আলী (৪০)। আহত তোরাব আলী জানান, আমি ঝুমঝুমপুর বিসিক এলাকায় একটি বেকারীতে কাজকরি। মহিরন গ্রামের সি এন জি চালক উজ্জাল গত ১৫/২০ দিন আগে রাতের অন্ধকারে সিএনজিতে করে এক নারী ও এক ব্যাক্তিকে মহিরন গ্রামে নিয়ে যায়। এই খবর আহত তোরাব আলী শুনে সেখানে পৌছালে সিএনজি চালক উজ্জালের সাথে কথা কাটাকাটি হয়। পরে উজ্জল সহ ওই নারী মহিরন গ্রাম ছেড়ে চলে যায়। একারনে শনিবার সকাল সাড়ে দশ টার দিকে ঝুমঝুমপুর বিসিক এলাকার মর্জিদের সামনে উজ্জল সহ ২/৩জন এসে ছুরি মারে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহত তোরাবকে উদ্ধার করে শনিবার দুপুরে, যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লা আল মামুন ফিজিক্যাল এসাল্ট রোগী হিসাবে ভর্তি করেন। তার শরীরে কয়েকটা সেলাই দেয়া হয়েছে।