রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর শহরের ষষ্টিতলা পাড়া বসন্ত কুমার রোডের সাবেক কমিশনার মোস্তাক হাসানের বাড়ির উত্তর পাশে বুধবার সন্ধ্যারাতে বোমাবাজির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালি মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামান বাদি হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
তিনি বুধবার রাতে দায়েরকৃত এজাহারে বলেছেন,বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার পর উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রতিপক্ষ সন্ত্রাসীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমাবাজি ঘটায়। খবর পেয়ে পুলিশ ওই এলাকা অভিযান শুরু করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ বিস্ফোরিত বোমার অংশ বিশেষ হিসেবে পুলিশ জর্দ্দার কৌটার টুকরো,১৮টি জালের কাঠি ও ৪ টুকরো লাল কসটেবের অংশ জব্দ করে।