যশোরে ভাংড়ি লিটন পুলিশ রিমান্ডে

প্রকাশঃ ২০১৭-১১-০৮ - ০০:৩১

যশোর : যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত কামরুজ্জামান লিটন ওরফে ভাংড়ী লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সে যশোর শহরের বেজপাড়া মসজিদ বাড়ির রোড এলাকার মৃত মাহামুদ মিয়ার ছেলে। ইমন হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে তিনদিন পর পুলিশ লিটন ওরফে ভাংড়ী লিটনকে গ্রেফতার করে। লিটনকে ওই খুনের সাথে জড়িত সন্দেহ পুলিশ গ্রেফতার পূর্বক ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতের বিচারক সোমবার রিমান্ড শুনানী শেষে মঙ্গলবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। লিটন  পুলিশের কাছে ইমন হত্যাকান্ডের ব্যাপারে মুখ খুলেছেন ওই এলাকার আলমগীর হোসেনের ভাই রবিন জড়িত থাকতে পারে। তার কারণ হিসেবে সে পুলিশের কাছে বলেছে, আলমগীর হোসেন শান্তি শৃঙ্খলা কমিটির সদস্য তার ভাই রবিন মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে গত মাসে পুলিশ গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করে। রবিনকে গ্রেফতারের ব্যাপারে ইমনের হাত ছিল বলে তাকে হত্যার শিকার হতে হয়েছে বলে লিটন পুলিশকে জানিয়েছেন। লিটনের দেয়া তথ্য মোতাবেক পুলিশ আলমগীরের ভাই রবিনকে খুঁজছে।