যশোরে ভারত ফেরত রোগীর মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৪:৫৫

যশোর প্রতিনিধি : ভারত ফেরত যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে থাকা আলমগীর কবিরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। সে যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের আনারুল হকের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আলমগীর কবির কিডনির সমস্যার জন্য ভারতে যায়। সেখানে লকডাউনের আগে গত ১০ এপ্রিল চলে আসেন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকার ৭টায় এর্ন্টানিং ডাক্তার অর্পণ তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিষ জানান, আলমগীর কবির কিডনির চিকিৎসার করানোর জন্য ভারতে যান। সেখানে থেকে ফেরার পর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় তার কিডনির ডায়ালাইসিস্ করানোর কথা ছিল। তার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, হাসপাতালে ভর্তি করার পর আলমগীর কবিরের করোনার সম্পল পাঠানো হয়। বুধবার তার রিপোর্ট এসেছে। কিন্তু রিপোর্টে করোনার নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হলে তার স্ত্রী সানজিদা লাশ বুঝে নিয়ে চলে গেছে।