যশোরে ভ্রাম্যমানা আদালতে হোটেল মালিককে জেল জরিমানা

প্রকাশঃ ২০১৭-১১-১৭ - ১২:০৯

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর শহরের মাইকপট্টি নিউ নুরু হোটেলের মালিক শামিম হোসেনকে সাত দিনে জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জেলজরিমানা করেন। শামীম যশোর শহরের আরএন রোডের মৃত. শেখ নুরুল হুদার ছেলে।

ভ্রাম্যমান আদালতের পেশকার জালাল উদ্দিন জানান, ভ্রাম্যমান আদালত অভিযান কালে শহরের মাইকপট্টির নিউ নুরু হোটেলের পাইপপট্টির রান্নাঘরে দেখতে পান, রান্না ঘরে পরিবেশ অস্বাস্থকর, পচা মশলা দিয়ে রান্না করা, খাবারে রং ও মিষ্টিতে মাছিভরপুর।  ২০০৯ জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণের  ৪৩ ধারায় শামীমকে সাতদিনের জেল জরিমানা এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত এসময় শামীমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অভিযান চলাকালে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।