যশোরে ভ্রাম্যমান আদালতের ভেড়িবাধ উচ্ছেদ

প্রকাশঃ ২০১৭-১২-২০ - ২০:২১

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর সদর উপজেলার কচুয়া মুনসেফপুর গ্রামবাসীর দাবির মুখে ভেড়ি বাধ উচ্ছেদ করা হয়েছে। গ্রামবাসীর অভিযোগে জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রের নেতৃত্বে এ ভেড়ি বাধ উচ্ছেদ করা হয়।

এলাকাবাসী জানান, মুনসেফপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খালে সরকারি রাস্তার উপর একই গ্রামের মৃত মতলেব মোল্যার ছেলে নুরুল ইসলাম মোল্যা ও লতিফ মোল্যা ভেড়ি বাধ দেয়। এতে ওই দুই গ্রামের দুইশ পারিবার পানি বন্ধি হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসকের নিকট পানি বন্ধি থেকে রক্ষা পাওয়ার আবেদন করেন। জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বিষয়টি সরেজমিনে তদন্তের অভিযোগের সত্যতা পান। এরপর জেলা প্রশাসকের নির্দেশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়র হোসেন পাটোয়ারি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুনসেফপুর গ্রামে অভিযান চালিয়ে ভেড়িবাধ উচ্ছেদ করেন। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।