রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুটি ওষুধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম শহরের দড়াটানায় ‘জামান মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল’ ও ‘থ্রি স্টার মেডিকেল পয়েন্ট’ নামে দোকান দুটিতে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন, ‘বাজারজাতের উদ্দেশ্যে জামান মেডিসিনে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা হয়েছিল। দোকানটিতে নমুনা ওষুধও বিক্রি করা হচ্ছিল। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ প্রতিষ্ঠানটির মালিক আলমগীর কবিরকে ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ (ক) ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।’
একই অপরাধে একই এলাকার থ্রি স্টার মেডিকেল পয়েন্টকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল ইসলাম একই আইনের একই ধারায় দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।