যশোর অফিস : যশোর শহরের খালদার রোডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোশাররফ জানান, শহরের খালধার রোডে অবস্থিত তাদের স্টাফ কোয়ার্টারের দুটি কক্ষ স্থানীয় সন্ত্রাসীরা অবৈধভাবে দখল করে মাদক সেবনের আখড়া বানিয়েছিল। সেখানে নারীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ডও চালানো হতো। বিষয়টি তিনি জেলা প্রশাসনকে জানানো হয়। এরপর সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত অবৈধ দখলদার উচ্ছেদ করে কক্ষ দুটি সিলগালা করে দেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন জানান, অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।