যশোর: যশোর কোতয়ালি মডেল থানা ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১০৫পিস ইয়াবা ও ১১০ গ্রাম গুল্ম গাঁজা উদ্ধার করেছে। এসময় তিন মাদকবহনকারীকের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, যশোর শহরের কাজীপাড়া মানিকতলার বর্তমানে শহরের হাটখোলা রোডস্থ মাড়–য়া মন্দির ৩ নং গলির মৃত আব্দুল মজিদের মেয়ে চাঁদনী,অভয়নগর উপজেলার বাগদা গ্রামের জয়নাল বিশ্বাসের ছেলে আল আমিন ও শহরের ঘোপ বেলতলা মহাসিন এর বাড়ির ভাড়াটিয়া তোতা মিয়ার ছেলে পারভেজ হোসেন।
কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার সকাল ১০ টা ৫০ মিনিটের সময় শহরের নাজির শংকরপুর হাজারী গেট জামে মসজিদের সামনে থেকে আল আমিনকে ১১০ গ্রাম গুল্ম গাঁজাসহ গ্রেফতার দেখায়। অপর দিকে,সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সকাল সাড়ে ৯ টায় শহরের হাটখোলা রোডস্থ গ্রামীন খাবার হোটেলের সামনে থেকে সন্দেহ জনক কারণে চাঁদনীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫৫পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া,কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার রাত সাড়ে ১০ টায় শহরের আরএনরোডস্থ রানা স্টীল প্লাজার সামনে থেকে পারভেজ হোসেনকে ৫২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ বাপারে মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।