যশোর প্রতিনিধি: বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির যশোর জেলা শাখার উদ্যোগে বুধবার রাত সাড়ে ৮টায় শহরের লোহাপট্টির একটি আবাসিক হোটেলে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির যশোর জেলা শাখার সভাপতি শেখ হারুণ অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব রেজাউল করিম সরকার (রবিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন, কোষাধ্যক্ষ নির্মল অধিকারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্ষিক আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা বলেন, আগামীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য ( বিএসএফএ ) এর সাথে আলোচনা সাপেক্ষে কিভাবে খাদ্য নিরাপদ উৎপাদন ও বিপনন করা যাবে সে ব্যাপারে আলোচনা চালানোর মত ব্যক্ত করেন। তিনি ঢাকার ৬টি অঞ্চল মতিঝিল, দিলকুশা, ফকিরাপোল, পল্টন, প্রেসক্লাব ও গুলিস্থান এলাকার হোটেল রেস্তোরায় কাজ করবেন অনুষ্ঠানে জানান।