রবিউল ইসলাম মিটু, যশোর : রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালের উদ্যোগে গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের ঢাকা রোড মোল্লাপাড়া মোড়ে অর্ধশতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ। উপস্থিত ছিলেন-পাস্ট প্রেসিডেন্ট যোগেশ চন্দ্র দত্ত, পিপি জাহিদ আহমেদ লিটন, প্রজেক্ট চেয়ারম্যান আব্দুল আলীম, আইপিপি চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, ক্লাব প্রেসিডেন্ট মোর্তুজা আলী, সেক্রেটারি মনির হোসেন, সেন্ট্রাল রোটার্যক্ট ক্লাবের প্রেসিডেন্ট সফিকুল ইসলাম টিটো, রো: ইমরান হোসেন, রো: আবু হোসেন রতন, রোটা: রোসনী প্রমুখ।
রোটারী সেন্ট্রাল ক্লাবের বাৎসরিক ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে গরীবদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।