যশোর অফিস : যশোরের চুড়ামনকাটি ঈদগাহের পাশে মোজাম্মেল হক (৩৫) নামে এক স্কুলশিক্ষককে ছুরি মেরে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। মোজাম্মেল হক চুড়ামনকাটি ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
ভাই হোসেন আলী বলেন, ‘মোজাম্মেল শনিবার সন্ধ্যায় চুড়ামনকাটি বাজারে যান। বাড়ি ফেরার পথে ঈদগাহের কাছে বাগডাঙ্গা এলাকার রুনুসহ ৭-৮ দুর্বৃত্ত তার বুকের দুই পাশে এবং পেটে ছুরি মেরে ফেলে রেখে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।’
তিনি আরো জানান, মাস ছয়েক আগে ওই স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমানকে দুর্বৃত্তরা ছুরি মারে। সেই সময় তার ভাইসহ অন্যরা রুনুকে মারপিট করে। প্রতিশোধ হিসেবে তার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক অহেদুজ্জামান আজাদ বলেন, ‘আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে আর কিছু বলা যাচ্ছে না।’
জানতে চাইলে সাজিয়ালি ক্যাম্পের টু-আইসি শহিদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।