রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে ‘শিল্পে পরিবেশ সচেতনা’ শীর্ষক সেমিনার বুধবার সকালে শিল্প সহায়ক কেন্দ্র যশোর ও প্রযুক্তি বিভাগ বিসিক ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হয়। বিসিক শিল্প সহায়ক কেন্দ্র যশোরের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিসিকের প্রযুক্তি বিভাগের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল আলম, খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক শাহ নেওয়াজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রিণ ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আশিক মাহমুদ সবুজ, বিসিক শিল্প নগরী মালিক সমিতির সেক্রেটারি মুস্তাক আলী সহ বিসিক যশোরের কর্মকর্তা-কর্মচারী ও সকল শিল্পমালিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজেদুর রহমান খান। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিক যশোরের উপ-পরিচালক লুৎফর রহমান।