যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে দুই দিনব্যাপী উৎসব শুরু

প্রকাশঃ ২০১৮-০২-১৬ - ২১:২৫

যশোর: যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১শ’৮৩তম জন্মতিথি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের উদ্যোগে শুক্রবার সকালে অত্র আশ্রমে এ উৎসব শুরু হয়। ভোর ৫টায় মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনার মাধ্যমে শুরু হয় শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব। এরপর দুপুরে উপস্থিত ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন ও বিকেলে স্বামী বিবেকানন্দ ও শ্রীমা সারদাদেবীর জীবনাদর্শ শীর্ষক আলোচনাসভা।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ। সম্মানিত অতিথি ছিলেন কোলকাতার মাসিক উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী চৈতন্যানন্দজী মহারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শওকত আরা হোসেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শৈলেশ কুমার রায়। আলোচনা করেন মণিরামপুর ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জু বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শুভেচ্ছা বক্তব্য দেন নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ তাপসি কাপুড়িয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন সারদা সংঘ যশোরের সভাপতি লিলি ঘোষ। সঞ্চালনা করেন শুভঙ্কর গুপ্ত।

অনুষ্ঠানে যশোরে শ্রীরামকৃষ্ণ মন্দির উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দেবলোক’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সন্ধ্যার পর স্থানীয় শিল্পীরা ভক্তিগীতি পরিবেশন শেষে দুরদর্শনের বরেণ্য কণ্ঠশিল্পী নয়নরঞ্জন মুখোপাধ্যয় গানের সুরমুর্ছণায় মাতিয়ে দেন আশ্রম প্রাঙ্গণ।

 শনিবার উৎসবের সমাপনী দিনে শ্রীরামকৃষ্ণের জীবন ও আদর্শ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।