যশোর অফিস : যশোরে সন্ত্রাসী রানা প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি শহরের রেলগেট রায়পাড়া এলাকার মাসুদ হোসেনের ছেলে। এছাড়া তিনি যশোর কালেক্টরেট মার্কেটের একটি দোকানে পোশাকের দোকানে কাজ করতেন। তার বিরুদ্ধে কোতয়ালি থানার ৮/১০টি মামলা রয়েছে।
নিহত রানার মা রাহি বেগম জানান, সোমবার বেলা পৌনে তিনটার দিকে বাড়ি থেকে বেরিয়ে রেলগেটে যান রানা। এসময় প্রতিপক্ষ রেলগেট পঙ্গু হাসপাতালের পেছনের বাসিন্দা ডলার ও বাবু তাকে এলোপাতাড়ি ছুরি মেরে গুরুতর জখম করে তার পালিয়ে যায়। পরে একজন ইজিবাইক চালক তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘আমি মেসে কাজ করি। আমার ছেলে রানা যশোর কালেকটরেট মার্কেটের একটি পোশাকের দোকানে কাজ করতো।’
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইউসুফ আলী বলেন, ‘রানা নামে এই যুবকের দুই পায় এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’
কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘ঘটনা শুনে রেলগেট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।’
থানার এসআই অরুণকুমার বলেন, ‘কারা কী কারণে রানাকে ছুরি মেরে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’ তিনি আরও জানান, ‘ রানাও একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে।