যশোরে সরকারি এন.এম.খান বিদ্যালয়ে শত বছর পূর্তি পালিত

প্রকাশঃ ২০১৮-০২-১৬ - ২২:১৮

যশোর:  শুক্রবার সকালে যশোর শহরের জেল রোডে অবস্থিত নিয়াজ মোহাম্মদ খান (এন.এম.খান) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বছর  পূর্তি উপলক্ষ্যে নবীন প্রবীন একাকার হয়ে হয়ে শত বর্ষ উপলক্ষ্যে স্মৃতি চারণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সাবেক রাষ্ট্রদূত ও সচিব মোঃ মনিরুজ্জামান (সিএসপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম,রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড এর চেয়ারম্যান মো: নাসের শাহরিয়ার জাহেদী ও সেন্ট্রাল মার্কেটিং কোম্পানীর ম্যানেজিং পার্টনার ও প্রাক্তন ছাত্র গাজী এনামুল হক। আলোচনা শেষে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। স্মারক প্রদান অনুষ্ঠান শেষে আনন্দ শোভা যাত্রা বের হয়। স্কুলের নবীন ও প্রবীন শিক্ষার্থীদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের দড়াটানা ট্রাফিক আইল্যান্ডে গিয়ে সেখান থেকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড হয়ে পিলু খান সড়ক হয়ে পুনরায় স্কুলে এসে শেষ হয়।  দুপুরে মধ্যহ্ন ভোজ ও  স্কুলের স্মৃতি চারণ করে অনেকে তাদের পুরাতন অভিজ্ঞ বর্ণনা করে এই স্কুল নিয়ে। সন্ধ্যা নামতেই মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে টিভি’র শিল্পী আকবর ও মোল্যা বাবুসহ অন্যান্যরা অংশগ্রহন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান নবীন ও প্রবীন শিক্ষার্থীদের মনকাড়ে।