রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে দুই সাংবাদিকের ছেলে জেএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে। তারা দুইজনে সবার দোয়া কামনা করেছে। দৈনিক প্রবাহের যশোর ব্যুরো প্রধান ও দৈনিক সত্যপাঠের বিশেষ প্রতিনিধি মোকাদ্দেছুর রহমান (রকি)ও ছেলে মুশফিকুর রহমান যশোর জিলা স্কুল থেকে এবং জিটিভির যশোর প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য তহীদ মনির ছেলে শেখ শাবাব ত্বকী রূপক যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়েছে।
মুশফিকুর রহমান জানান, সে ভবিষ্যাতে চিকিৎসক হতে চান। ভাল ফলাফলের জন্য তার বাবা ও মা সিনিয়র স্টাফ নার্স মোছা. তাসলিমা পারভীন এবং স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।
শেখ শাবাব ত্বকী রূপক মানুষের মত মানুষ হতে চায় বলে জানিয়েছেন তার ভাল ফলাফলের জন্য পিতা ও মাতা গৃহিনী শেখ ফিরোজা জামান এবং স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। রূপক বাংলাদেশ বেতার খুলনার একজন তালিকাভুক্ত আবৃত্তি শিল্পি।