রবিউল ইসলাম মিটু,যশোর : প্রেসক্লাব যশোরের সদস্য প্রয়াত মোহাম্মদ সেলিমের শোকসভা ও দোয়া মাহফিল শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি মনোতোষ বসু।
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাবেক সভাপতি, যশোর সংবাদ পত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ঈমাম। প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।