যশোর অফিস: ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাম পার্সন শরীফের ওপর হামলাকারীদের অবিলম্বে আটকের দাবিতে যশোর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন যশোরের সাংবাদিক সমাজ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর প্রেসক্লাবসহ সাংবাদিকদের সকল সংগঠন একযোগে মিছিল সহকারে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, প্রেসক্লাবের সম্পাদক এস,এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির, যশোর টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবীর রিটন প্রমূখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, গত ২৪ জানুয়ারি বেনাপোলে কর্মরত অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের অনুসারী সন্ত্রাসী বাহিনী ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত হয়। হামলাকারীদের নাম উল্লেখ করে মামলা করা হলেও ১১দিনেও কাউকে আটক করা হয়নি। এতে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ।
পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ২৪ ঘন্টার মধ্যে আসামীদের আটকের আশ্বাস দেন পুলিশের এ কর্মকর্তা।