যশোর অফিস: দৈনিক সমাজের কাগজের প্রয়াত চীফ রিপোর্টার মোহাম্মদ সেলিমের রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার জুম্মাবাদ কুলখানী অনুষ্ঠিত হয়।
শহরের লোন অফিস পাড়ার নিজ বাড়িতে এ কুলখানী অনুষ্ঠিত হয়। এসময় যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কাগজের প্রকাশক অলোক অধিকারী, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, সাপ্তাহিক সোনালী দিনের ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম সিরাজসহ সাংবাদিকনেতৃবৃন্দ, সংবাদকর্মী, বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।