রবিউল ইসলাম মিটু, যশোর : আঞ্চলিক পর্যায়ের স্কিলস্ কম্পিটিশন ও সেমিনার শুক্রবার সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মীর মো. মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি) অশোক কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডীন. ড. বিপ্লব কুমার বিশ্বাস। সেমিনারের মুল প্রবন্ধ ‘এসডিজি লক্ষ্য অর্জনে বাংলাদেশর প্রেক্ষাপটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষনের গুরুত্ব’ উপস্থাপন করেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (কারিগরি) ড. মো. ওমর ফারুক।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইনস্ট্রাক্টর বাবু সাহা, মৃদুল দেবনাথ ও বাবলু রহমান।
অতিথিবৃন্দ সেমিনার শেষে প্রকল্প পরির্দশন করেন। প্রকল্পে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, বেসরকারি নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, দিশারী পলিটেকনিক ইনস্টিটিউট, কামরুল পলিটেকনিক ইনস্টিটিউটসহ ১৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।
কম্পিটিশন ও সেমিনারে আগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে।