রবিউল ইসলাম মিটু,যশোর : মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী মারা গেছেন। এসময় আহত হয়েছে একই পরিবারের শিশুসহ আরো চার জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। নিহত আকলিমা বেগম (২৭) যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের সুজাউদ্দিনের স্ত্রী। আহত তার মেয়ে শেফা (৩), ভাসুর বাবর আলী, ভাসুরের মেয়ে ইতি (৯) এবং সোহান (১০)।
প্রতক্ষদর্শী, পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাবর আলী তার পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বিকালে ইজিবাইকে চেপে মণিরামপুর উপজেলার চাকলা কাঁঠালতলা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যশোর-রাজগঞ্জ সড়কের ভান্ডারির মোড় একতা ইটভাটার সামনে পৌছুলে পেছন থেকে একটি বাস তাদের ইজিবাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই আকলিমা মারা যান। গুরুতর আহত হন বাবর আলীসহ শেফা, ইতি এবং সোহান (১০)। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনেন।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার এসএম তহিদুর রহমান বলেন, ‘বাবর আলী অবস্থা আশাংকাজনক। তাই উন্নত চিকিৎসা দিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেফার করা হয়েছে।’
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত পুলিশের এসআই জসিম আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।