যশোর অফিস: চাঁচড়া ফাঁড়ির পুলিশ রেলস্টেশন এলাকা থেকে ২শ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কাবিলকে আটক করেছে। সে চাঁচড়ার আব্দার রহমানের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির এসআই জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রেলস্টেশন এলাকার তৃপ্তি খাবার হোটেলের সামনে থেকে কাবিল আহম্মেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।