রবিউল ইসলাম মিটু,যশোর: যশোর কোতয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি),সদর ফাঁড়ি ,চাঁচড়া ফাঁড়ি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইন,ইয়াবা ও গাঁজাসহ ৯ মাদক বহনকারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় মাঠপাড়ার আইয়ূব মিস্ত্রীর ছেলে সুমন ওরফে মাঠ সুমন,আরএনরোড নতুন বাজারের মোজাফফরের বাড়ির বাড়াটিয়া নুরু মাস্টারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার,শেখহাটি মিয়া বাড়ির তোফাজ্জেল মোল্যার ছেলে রাসেল হোসেন মুফাশা,সীতারামপুর গ্রামের আলামিন,একই গ্রামের মৃত শাহাজাহান মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা,সীতারামপুর পশ্চিম পাড়ার মোতালেব হাওলাদারের ছেলে সোহেল রানা,নীলগঞ্জ সাহাপাড়ার আবুল কাশেমের ছেলে রকি হোসেন,চৌগাছা উপজেলার সলুয়া উত্তর পাড়ার দাউদ হোসেনের ছেলে ইউসুফ ও সদর উপজেলার জগহাটি মাঠপাড়ার সাহাবুদ্দিনের ছেলে সবুজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোর ক সার্কেলের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যারাতে বেজপাড়া সাদেক দারোগার মোড় মাঠপাড়ার সুমন ওরফে মাঠ সুমনকে ৫শ’ গ্রাম হেরোইনসহ,চাঁচড়া ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার রাত ৮ টা ২৫ মিনিটে শহরের রেলগেট রায়পাড়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে জাহাঙ্গীর হাওলাদারকে ৫২পিস ইয়াবা,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শেখহাটি মিয়ার বাড়ির মোড় থেকে রাসেল হোসেন মুফাশাকে ৫৫পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার দুপুর ১২ টার পর শহরের হাটখোলা রোডস্ত গ্রামীন খাবার হোটেলের সামনে থেকে রকি হোসেনকে ১৫পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান সকাল সোয়া ১০ টায় শহরের আরএন রোড রানা ষ্টিল প্লাজার সামনে থেকে সোহেল রানাকে ২শ’ পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাসসহ একদল পুলিশ শুক্রবার বিকেলে আলামিনকে ১১০পিস ইয়াবা,সকাল ৯ টার পর সীতারামপুর গ্রাম থেকে ইয়াছিন মোল্লাকে ৫০ পিস ইয়াবা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) পুলিশ সকাল ১০ টায় যশোর চৌগাছা সড়কের জগহাটি আমতলা মোড় এলাকা থেকে ইউসুফ ও সবুজকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।