যশোর: যশোর ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদের এডহক কমিটি নামক অগণতান্ত্রিক পন্থার বিরোধিতা করে দুই মাসের মধ্যে নির্বাচনের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে। ইন্সটিটিউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন স্মারক লিপি গ্রহন করেন। মঙ্গলবার দুপুরে সংস্কার ও উন্নয়ন সমিতির প্যানেল লিডার ডা. আবুল কালাম আজাদ স্মারক লিপি প্রদান করেন। এসময় সংস্কার ও উন্নয়ন সমিতির সকল সদস্যসহ ইন্সটিটিউটের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
কয়েকশ সদস্যের স্বাক্ষরিত এ স্মারক লিপিতে বলা হয়েছে, ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী যে কোন কারণে পরিচালনা পর্ষদ বিলুপ্তি ঘটলে যশোর ইনস্টিটিউটের প্রশাসন সভাপতির উপর অর্পিত হবে। ২৩ অনুচ্ছেদের খ দফা অনুযায়ী যশোর ইন্সটিটিউটের সভাপতি দুই মাসের মধ্যে নতুন ভাবে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারবেন।
স্মারক লিপিতে নির্বাচন না দিয়ে এডহক কমিটি নামক অগণতান্ত্রিক পন্থার বিরোধিতা করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ডা. মো. আবুল কালাম আজাদ লিটু, শেখ রাকিবুল আলম জয়, মো. আবদুর রহমান কিনা, এস. নিয়াজ মোহাম্মদ, অ্যাড. শাহরিয়ার বাবু, অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, মো. আবদুর রাজ্জাক, অ্যাড. দেবাশীষ দাস, মো. আবদুস সবুর চাকলাদার নান্নু, এম. এম আকসাদ সিদ্দিকি শৈবাল, মুস্তাফিজুর রহমান মুস্তাক, এস.এম আজাহার হোসেন স্বপন, মিনারা খন্দকার, অ্যাড. চুন্নু সিদ্দিকী, রওশন আরা রাসু, এ.এম মহিউদ্দিন লালু, আবু সেলিম রানা (অ্যাড), মো. ইসহক (অ্যাড.) আহসান হাবীব পারভেজ, কবি কাসেদুজ্জামান সেলিম, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, আলমগীর হোসেন প্রমূখ।