যশোর কালেক্টরেট চত্বর  থেকে বোমা উদ্ধার

প্রকাশঃ ২০১৮-০২-২৪ - ২০:২৪

যশোর: যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বোমা উদ্ধার করেছেন পুলিশ। বোমাটি দেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ আশেপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

যশোর কোতোয়ালী থানার এসআই মাহাবুবুর রহমান বলেন, ‘বোমা পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে আসি। পরে র‌্যাব এসে লাল টেপে মোড়ানো একটি কৌটা পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি ফরিদ মিয়া জানান, শহরে টহলে থাকা অবস্থায় খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করি। বস্তুটি পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে।

যশোর কালেক্টরেট এনডিসি আরিফুর রহমান জানান, আজ শনিবার সকালে কয়েকজন বোমা সদৃশ বস্তুটি দেখে জেলা প্রশাসকে কার্যালয়ের কর্মচারীদের অবহিত করেন। এরপর তারা বিষয়টি জানালে তিনি পুলিশ ও র‌্যাবকে জানান। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ ও র‌্যাবের তিনটি টিম। তারা ওই বস্তুটি উদ্ধার করে। তিনি জানান, এ ঘটনায় মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।