যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তিতে শহরে র‌্যালি

প্রকাশঃ ২০১৭-১২-২৩ - ২০:৩৭

রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তিতে অনুষ্ঠানের সমাপনিতে শহরে র‌্যালি হয়েছে। শনিবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে শুক্রবার বিকালে ১৮০জন প্রাক্তন ছাত্র ও জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দুইদিনের বর্ণিল উৎসব উদ্বোধন করেন। দুইদিন ব্যাপি বর্ণিল উৎসব মিলন মেলায় শনিবার শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, সমাপনিদিনে ছিল ব্লাড ডোনেট,জাকারিয়ার বই মিল অমিলের সংসার প্রকাশনা, ১৯জনকে সন্মাননা, সৃতিচারন, ১০জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া দুই সহ¯্রাধিক প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে সরগরম ক্যাম্পাস। দু’দিনব্যাপি উৎসব উদযাপন উপলক্ষ্যে জিলা স্কুলের গোটা এলাকা বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়।
যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের আহ্বায়ক এজেডএম সালেক জানান, নবীন প্রবীণ এক প্রাণ’ এই শ্লোগানে উজ্জীবিত হয়ে প্রথম ২০০৫ সালে প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর আয়োজন করা হয়। এরপর ২০১০ ও ২০১৪ সালে স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে। এবার ১৮০ বছর পূর্তির এই উৎসবে দেশ-বিদেশের প্রায় দুই হাজার প্রাক্তন ছাত্র ছাড়াও তাদের পরিবার অংশ নিয়েছে।