যশোর জেনারেল হাসপাতালের বহিঃ বিভাগের রোগীদের চিকিৎসা পত্র নিয়ে টানাটানি

প্রকাশঃ ২০১৭-১২-১২ - ২০:৩২

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের বহি বিভাগ ও করোনারি কেয়ার ইউনিটের সামনে এসিআই সহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা রোগীর চিকিৎসা পত্র (টিকিট) টানাটানি করার অভিযোগ উঠেছে৷

মঙ্গলবার সকাল সাড়ে দশ টার দিকে, এঘটনায় ভুক্তভুগি যশোর সদর উপজেলার পুলের হাট গ্রামের আ: রাজ্জাকের স্ত্রী তাসলিমা (৪০) যার টিকিট রেজি: নাম্বর    (১৮৪০২৫/২২৩) তিনি ১২২ নাম্বর কক্ষ ডাঃ দেখিয়ে বাহির হওয়ার পর পড়েন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশ্নের মুখে তিনি এঘটনায় বিব্রত বোধ করেন৷ শহরের কাজী পাড়া এলাকার মুনিরা (২৪),চর্ম যৌন বিভাগের ১৪ নাম্বার কক্ষ থেকে বাহির হয়ে এবং শহরের পালবাড়ি এলাকার আ:মালেকের ছেলে বাবুল (২২) তিনিও ৬/৭ নাম্বার কক্ষথেকে বাহির হওয়ার পর ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কবলে পড়ে বিব্রত বোধ করে৷ এছাড়াও অগনিত রোগী ঔষধ কোম্পানির প্রতিনিধিদের টানাহেচড়ার শিকার হচ্ছেন প্রতিনিয়ত হাসপাতালের বহিঃ বিভাগের সামনে।

হাসপাতাল সূত্রে আরো যানাযায়, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চিকিৎসক দের ভিজিট করার কর্তপক্ষ অনুমতি দিলেও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিনিয়ত হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক দের চেম্বারের ভিতর/বাহিরে ভিজিট করেন৷

এব্যাপারে জানতে চাইলে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার একেএম কামরুল ইসলাম বেণু বলেন, হাসপাতালে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তাদের চিকিৎসক ভিজিট আওয়ার৷ অফিস টাইমের আগে যারা নিয়মের বাইরে চলেছে তাদের দুএক জনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে৷ এছাড়া তাদের কতৃপক্ষকে জানানো হয়েছে, তাদের ফারিয়া সংগঠনের নেতাদেরকেও জানানো হয়েছে৷ এরপরও তারা নিয়মের বাইরে হাসপাতালে অনু প্রবেশ করলে আমি কি করতে পারি৷