যশোর অফিস: যশোর-নড়াইল সড়কের চাড়াভিটায় সড়ক দুর্ঘটনায় মোতালেব হোসেন ওরফে হেকমত (৪০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এসময় তার বন্ধু গিয়াস উদ্দিন (৩৩) গুরুতর আহত হন। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত গিয়াস উদ্দিনও একই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মোতালেব হোসেন নড়াইল সদরের বুড়িখালি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। আহত গিয়াস উদ্দিন মাগুরা জেলা সদরের বিনোদিয়া গ্রামের জাহেদ আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই মঞ্জুর হোসেন গণমাধ্যমকে জানান, মোতালেব হোসেন ব্যবসায় করতেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি বন্ধু গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নড়াইলে যাচ্ছিলেন। পথে চাড়াভিটায় বিপরীতমুখি একটি বাস তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতালে আনার আগেই মোতালেব হোসেনের মৃত্যু হয়েছে। আহত গিয়াস উদ্দিনের অবস্থাও আশংকাজনক। এখনই কিছু বলা যাচ্ছে না।’ বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।