যশোর অফিস : পূর্ব শত্রুতার জের ধরে যশোর শহরতলীর রামনগরে (মোল্লাপাড়া) গৃহবধূ আলেয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম ও শ্লীলতাহানির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূর স্বামী মহিদুল ইসলাম (৫০) শনিবার একই পরিবারের তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে রামনগর গ্রামের নিছলার তিন ছেলে ফুরার, আসালাম ও হোসেন।
মামলায় মহিদুল ইসলাম বলেছেন, আসামিদের বাড়ি ও আমাদের বাড়ি একই গ্রামে। আসামিরা আমার পূর্বপরিচিত। আসামিদের সাথে আগে থেকেই পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ চলে আসছে। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামি ফুরার আমার স্ত্রী আলেয়া বেগমকে তাদের বাড়ি ডেকে নিয়ে যায়। আমার স্ত্রী আলেয়া বেগম সরল বিশ্বাসে আসামিদের বাড়ি গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আলেয়া বেগমকে বাঁশের লাঠি লোহার রড ও ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে। আমার স্ত্রী প্রানে বাঁচার জন্য চিৎকার দিলে ছেলে জাহাঙ্গির হোসেন রক্ষা করতে যায়। আসামরিা ছেলেকেও মারপিট করে জখম করে। আসামিরা আমার স্ত্রীর পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় আসামিরা আমার স্ত্রীর কানে থাকা আট আনা ওজনের সোনার দুল টান দিয়ে ছিড়ে নেয়। ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আসামিরা পরিবারের লোকজনকে খুনের হুমকি দিয়ে চলে যায়। এরপর আমি স্ত্রী ছেলেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।