ঢাকা অফিস : রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে গুলশান থানা থেকে আদালতে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে, তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। অস্ত্র ও মাদক রাখা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে র্যাব-৩ এর পক্ষ থেকে এ মামলাগুলো করা হয়।
এর আগে, খালেদকে র্যাব-৩ এর হেফাজতে রাখা হয়।
র্যাব জানিয়েছে, ক্যাসিনো ও মাদক ব্যবসার ব্যাপারে খালেদকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অস্ত্র আইনে গুলশান থানায় ও মাদক আইনে মতিঝিল থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে।
গত রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।