ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন বন্ড-৮৯ আয়োজিত বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক সুধীর কুমার মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ শামীম আরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ড-৮৯ এর রাকিবুল ইসলাম, মীর মনিরুজ্জামান, ওয়াহিদুর রহমান ফারাজি, মোঃ কামরুল হাসান, তরুন কুমার হোড়, শেখ আলমগীর সিদ্দিক, শেখ ওয়াহিদুজ্জামান, বিপ্লব কুমার দাস, তপন কুমার সুর, মোঃ বজলুর রহমান, ফারুক হোসেন, এনামুল হক, শাহিকুল ইসলাস গাজী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সংগঠনটির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বেতন, স্কুল ড্রেস, প্রয়োজনীয় বই-খাতা সামগ্রী বৃত্তি হিসেবে প্রদান করেন।