ঢাকা অফিস : রাজধানীর হাজারিবাগ এলাকায় আকলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ অ্যাসিড দগ্ধ হয়েছেন। সোমবার সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারিবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছালে তিনি অ্যাসিড দগ্ধ হন। দগ্ধ গৃহবধূর স্বামী জুবায়ের হোসেন বলেন, সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারিবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ একব্যক্তি আকলিমাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে আকলিমার ডান গাল, বুক ও গলা ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তিনি অভিযোগ করে বলেন, তাদের সঙ্গে শত্রুতা রয়েছে। তবে কে বা কারা আকলিমাকে এডিস নিক্ষেপ করেছে না জেনে এখনই বলা যাচ্ছে না। হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক ডা. কবির হোসেন জানান, অ্যাসিড দগ্ধ গৃহবধূর ৫ শতাংশ পুড়ে গেছে। শুনেছি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে কারা যেন তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছেন।