সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) : রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবা ভিডিও কনফারেন্স কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন করে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের উপস্থিতিতে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোঘ, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, আরডিও নাঈমা খানম, সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে রুম্মান প্রমুখ।