রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলার গাববুনিয়া-কামরাঙ্গা ও রামপাল গ্রামের দরিদ্র স্বাস্থ্য সেবা বঞ্চিত জনগনের জলবায়ূ নিয়ন্ত্রিত রোগের ঝুকি হ্রাসে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প শুক্রবার রামপাল সিডিপি অফিসে অনুষ্ঠিত হয়। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ(সিডিপি)’র স্ট্রেংদেনিং পিপল’স এ্যাকশন অন ক্লাইমেট রিস্ক রিডাকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় ও কমিউনিটি সার্জিক্যাল এ্যান্ড ট্রমা সেন্টার এর টেকনিক্যাল সহযোগিতায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন, বিশিষ্ট চিকিৎসক বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন(বিএমএ) এর সহ-সভাপতি ডা: শেখ বাহারুল আলম। চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ দেন ডা: আব্দুল জলিল। এসময় অন্যানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার-১ শেখ আব্দুল জলিল, খুলনা জেলা আওয়ামীলীগ নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির ববি, সাবেক ছাত্রনেতা শেখ মো: আবু হানিফ, অধ্যাপক মো: বজলুর রহমান, সিডিপি খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, মো: গোলাম আজম,রামপাল বণিক সমিতির সভাপতি সেখ আবু দাউদ, এজেডএম রাশেদ, শাহনাজ সুলতানা পলি প্রমুখ।