রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, এ্যাড. মুজিবর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রামপাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তিনি সোমবার দুপুর ১টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে— রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দৈনিক সংবাদের সাবেক বাগেরহাট জেলা প্রতিনিধি মুজিবর রহমান । তিনি এক পুত্র, এক কন্যা, স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। মুজিবর রহমানের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করছে, রামপাল প্রেসক্লাব সভাপতি হাওলাদার আব্দুল হাদি, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, অমিত পাল, সুব্র ঢালীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।