রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল সুন্দরবন মহিলা কলেজে ৩দিন ব্যপি ২৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুিষ্ঠত হয়েছে। সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মোল্ল্যা গোলাম ইয়াছিন এর সঞ্চালনায় রবিবার বিকাল ৫টায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্ল্যা আঃ রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ (অবঃ) শেখ মোতাহার রহমান, প্রভাষক গৌতম কুমার রায়, প্রভাষক অশোক ইজেদ্দার প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়।