আন্তর্জাতিক : রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বে তিন সদস্যের বিচারকের একটি প্যানেল এই রায় দেয়। বিশেষ আদালতের অন্য সদস্যরা হলেন সিন্ধ হাইকোর্টের বিচারপতি নজর আকবর ও লাহোর হাইকোর্টের শহীদ করিম।
২০০৭ সালের ৩রা নভেম্বর সংবিধান লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা জারির অভিযোগে ২০১৩ সালে মামলা দায়ের করা হয়।
দেশটির সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ বর্তমানে দুবাইয়ে রয়েছেন। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযানসহ বেশ কয়েকটি মামলায় বর্তমানে পলাতক তিনি।
 
					 
                             
                             
                             
                             
                            