ঢাকা অফিস : রিফাত হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত। বরগুনা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে, সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
প্রধান আসামি নয়ন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার একদিনের মাথায় তাকে রিমান্ড দেয়া হলো।এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছে রিশান ফরাজীসহ আরও পাঁচজন। এছাড়া সন্দেহভাজন ও অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সায়মন, সাগর, নাজমুল ও তানভীরসহ ১১ জনকে।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রিফাত ফরাজী, চন্দন, হাসান, হৃদয়, রাকিবুল ও অলিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত সব আসামিকেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।