ঢাকা অফিস : বরগুনার রিফাত হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জামিন আবেদন করলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজী আবেদন নামঞ্জুর করেন।
রবিবার সকালে মিন্নির জামিন আবেদন করে আদালতের কার্যতালিকায় তোলা হয় মামলাটি। পরে বেলা ১১টার দিকে মিন্নির জামিনের জন্য শুনানি শুরু হয়।
এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে মিন্নি। তার পক্ষে আইনি লড়াই করবেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম। মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনায় গেছেন ঢাকার কয়েক আইনজীবীও। আইনি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনও।
এখন পর্যন্ত এই হত্যা মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ঘটনায় জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছে ১৪ জন। তবে এজাহারভুক্ত পাঁচজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।