ঢাকা অফিস : বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে আজ আদালতে তোলা হবে। বুধবার দুপুরে, তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। সেই সাথে তার ৭ থেকে ১০দিনের রিমান্ড আবেদন করা হবে।
মঙ্গলবার রাতে মিন্নিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বরগুনা পুলিশ সুপার। এরআগে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। দিনভর জিজ্ঞাসাবাদে রিফাত হত্যায় মিন্নির জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৫শে জুন জেলা শহরের কলেজ রোডে রিফাতকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে একদল যুবক। হামলার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনকে আসামি করে মামলা করেন। পরে মিন্নিকেও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১০ আসামি দায় স্বীকার করেছে। গ্রেপ্তার অন্য তিন আসামি রিমান্ডে রয়েছে। এই হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।