দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের উদ্যোগে করোনার অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পূর্নবাসনে উপকারভোগী সনাক্তকরন ও চাহিদা নিরুপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রুপান্তরের (ংপৎবধস) প্রকল্পের আওতায় এবং সুইজারল্যান্ডের সহায়তায় সোমবার সকাল ১১ টায় চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চালনা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সমাজ সেবক শেখ শফিকুল ইসলাম আক্কেল। প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। রুপান্তরের (ংপৎবধস) প্রকল্পের খুলনা জেলা কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আমোদীনি রায়, নাসিমা বেগম, কাউন্সিলর রুস্তুম আলী খান, বারিক শেখ, পৌরসভার প্রকৌশলী প্রনব মল্লিক, শিক্ষক লিপিকা বৈরাগী, নিরুপম মন্ডল, হান্নান গাজী, পৌরসভার উচ্চমান সহকারী ওয়াসিব ইকবল সোহেল, কনিকা রানী মিস্ত্রী, নিবেদীতা মন্ডল, রুহুল আমিন, সেতু রায়, মরিয়ম খাতুন, পারুল মন্ডল, রুপান্তরের প্রকল্প ফিল্ড অফিসার নমিতা মল্লিক, মোঃ রাজিব হাসান প্রমুখ। সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি করে মহামারীতে অবির্ভূত নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো এবং জনগোষ্ঠীর জীবন জীবিকার মান উন্নয়নে করনীয় নিয়ে আলোচনা করা হয়।