রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের আগুনে পুড়ে গিয়ে রয়মুন্নেছা (৭০) নামে এক বৃদ্ধ মহিলা গুরুতর আহত হয়েছেন। দগ্ধ মহিলার শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়ালু এলাকায় এ ঘটনা ঘটে।
বৃদ্ধার পুত্রবধু মোকরেন্নেছা জানান, দুপুরে গোসলের পানি গরম করতে তার শাশুরী রয়মুন্নেচ্ছা গ্যাসের চুলায় পানি বসায়। এসময় তার পরনের কাপড়ের আচলে আগুন ধরে যায়। আমরা তার কান্না শুনে কাছে আসার আগেই তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।