রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পুর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়কের পর্শি বৌরারটেক এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, পুর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়কের পর্শি বৌরারটেক এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই মরদেহটি উদ্ধার করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, অজ্ঞাত যে কোন গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।